দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 - মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 এর সম্পর্কে বিস্তারিত জানতে হলে এর মাধ্যম
গুলোর ব্যাপার জানতে হবে বিশেষ ভাবে। আজকের ডিজিটাল যুগে মোবাইল শুধু যোগাযোগের
মাধ্যম নয়,এটি হতে পারে আপনার ইনকামের সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম।
এই সময় এসে টাকা ইনকাম করার জন্য শুধু চাই ইন্টারনেট ও কিছু সময়। সঠিক
সময়ে সঠিক অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনি ঘরে বসেই আয় করতে পারবেন। এই ব্লগে
আমরা জানবো বিশ্বস্ত কিছু জনপ্রিয় ইনকামের অ্যাপ এর কথা, যেগুলো আপনি বাংলাদেশের
যে কোন জায়গা থেকে ব্যবহার করতে পারবেন।
পোস্ট সূচীপত্র ঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
- দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
- কিভাবে একটি স্মার্টফোন দিয়ে ঘরে বসে আয় করবেন
- দিনে ৫০০ টাকা ইনকামের জন্য সেরা ১০টি অ্যাপ
- রেজিস্ট্রেশন বোনাস দেয় যে সকল অ্যাপ ২০২৪
- ছাত্রদের জন্য ইনকামের সেরা অ্যাপস ২০২৪
- ফ্রি টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৪
- বিকাশ/নগদে টাকা তোলে এমন বিশ্বস্ত apps
- রোজগারের পাশাপাশি সময় বাঁচায় যে সকল অ্যাপস
- ফেক অ্যাপ থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন
- শেষ কথা
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
আজকের দিনে মোবাইল শুধু ফোন বিনোদনের মাধ্যম নয়, এটি হতে পারে আপনার দৈনিক
আয়ের সহজ ও কার্যকর একটি উপায়। ২০২৪ সালে এসে এমন অনেক ইনকাম অ্যাপস রয়েছে
যেগুলো ব্যবহার করে আপনি দিনে ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তা আবার ঘরে বসে
যেম ন- টিকটক লাইট, এম পি এ্ গুগল ওপেনিয়ন, মেসো ইত্যাদি এর
সাথে।
এইসব অনলাইন ভিত্তিক অ্যাপ গুলোতে ভিডিও দেখা, গেম খেল্ ছোট ছোট কাজ করা, বা
রেফার করার মাধ্যমে টাকা ইনকামের সুযোগ দেয়। এসব অ্যাপে আয় করা যায় বিকাশ
বা নগদের মতো জনপ্রিয় মাধ্যমে যা একে আরো সহজ ও ব্যবহারযোগ্য করে তোলে।
শুধুমাত্র ইন্টারনেট সংযোগে আর একটু সময় থাকলে আপনি শুরু করতে পারেন আপনার
মোবাইল থেকে ইনকামের যাত্রা।
কিভাবে একটি স্মার্ট ফোন দিয়ে ঘরে বসে আয় করবেন
তো মানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে ঘরে বসে স্মার্টফোন ব্যবহার করে আই
হয়ে উঠেছে অনেক সহজ ও জনপ্রিয় একটি উপায়। আপনি যদি স্মার্টফোনের সঠিক
ব্যবহার জেনে থাকেন তবে ঘরে বসেই ইনকাম করতে পারবেন নিমিষেই। এর জন্য প্রয়োজন
হবে কিছু সময় আপনি যদি একজন ছাত্র, গৃহিণী , অথবা অবসর সময় কাটানো কেউ হন তবে
শুধুমাত্র স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার করি আপনার আয় করার অনেক দরজা খুলে
দিতে পারবেন।
আরও পড়ুনঃ কিভাবে আয় করবেন প্রতি ক্লিকে
এমন অনেক অ্যাপস আছে যেগুলো ঘরে বসে দেখে আয় করা যায়। যেমন ছবি তৈরি করে বিক্রি
করা , অনেক বিভিন্ন অ্যাপে টাস্ক দেয় সেগুলো কমপ্লিট করা , কিছু অ্যাব
ইন্সটলের মাধ্যমেও কাজ করা যায়। আপনি প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা সময় দিলেই এসব
অ্যাপ থেকে দিনে ২০০ থেকে ৫০০ টাকা আয় করা সম্ভব।
সবচেয়ে ভালো দিক হলো বেশিরভাগ একই বিকাশ নগদ এর মাধ্যমে পেমেন্ট করে থাকে তাই
কোন ঝামেলা ছাড়াই টাকা তুলতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাপটি
বিশ্বস্ত এবং সত্যিকারের পেমেন্ট দেয়। শুরুতে ছোট ছোট কাজে দিয়ে নিজে দিবে
অভিজ্ঞতা বাড়াতে হবে এরপর স্মার্ট ফোন থেকেই আপনি একটি নির্ধারণ করে ফেলতে
পারবে।
দিনে ৫০০ টাকা ইনকামের জন্য ১০ টি সেরা অ্যাপ
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 এর অনুযায়ী অনেকগুলো একই আছে যেগুলো দি
ইনকাম করা যায় কিন্তু সকল অ্যাপ বিশ্বস্ত হয় না। কিছু কিছু এমন অ্যাপ আছে যার
মাধ্যমে অনেকে প্রতারণার শিকার হয়। সঠিক বুদ্ধিমতের সাথে যদি নির্বাচন করা যায়
তবে শুধুমাত্র কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে প্রতারণা ছাড়া ইনকাম
করা সম্ভব। আসুন জেনে নেই কিভাবে ১০ টি সেরা অ্যাপের মাধ্যমে দিনে 500 টাকা অথবা
এরও বেশি ইনকাম করতে পারবেন।
সিওয়ার্ক অ্যাপ (cWork App) - ঘরে বসে টাস্ক করে ইনকাম
বর্তমানে বাংলাদেশের মোবাইল দিয়ে আয় করার জন্য প্রিয় অ্যাপ গুলোর মধ্যে হচ্ছে
একটি সী ওয়ার্ল্ড। এটি একটি মাইক্রো টার্ক ভিত্তিক ইনকাম প্লাটফর্ম। এই অ্যাপের
মধ্যে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করা যায় । এটি মূলত স্টুডেন্ট,
ফ্রিল্যান্সিং শুরু ,বা গৃহিনীদের জন্য সহজ উপার্জন করার একটি পরিচিত মাধ্যম।
চলুন দেখি নিয়ে একটি কিভাবে কাজ করে এর সুবিধা এবং অসুবিধা সমূহঃ
cWork App কিভাবে কাজ করেন-
-
প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবেঃ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে
ইমেইল বা মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে।
-
প্রোফাইল সেটআপ করুনঃ বয়স, অবস্থান , শিক্ষাগত যোগ্যতা , ও দক্ষতা
অনুযায়ী প্রফাইল কমপ্লিট করুন।
- টাস্ক নির্বাচন করুনঃ অ্যাপ এ আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ পাবেন যেমন facebook পেজে লাইক দেওয়া , youtube এ ভিডিওতে কমেন্ট বা সাবস্ক্রাইব করা , অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করা , গুগল রিভিউ দেওয়া , ফরম পূরণ বাড়ে স্টেশন করা ।
- কাজ জমা দিন ইনকাম পানঃ কাজ শেষ হলে নির্দিষ্ট স্ক্রিনশট বা প্রমাণ জমা দিন। ভেরিফিকেশনের পর্ব শেষ হলে একাউন্টে টাকা যোগ হবে।
cWork App এ আয় করবেন প্রতিটা আজকে সাধারণত দুই থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত। দিনে ৩০ টি কাজ করলে গড়ে ২০০ থেকে ৫০০ টাকা এরও বেশি পর্যন্ত ইনকাম করা সম্ভব। এই অ্যাপের রেফারেন্স সিস্টেম- আছে বন্ধু বা অন্যদের রেফার করলে আপনি বোনাস ইনকাম পাবেন। কিন্তু কিছু সুবিধা ও অসুবিধা থেকে যায়। নিম্নে তা উল্লেখ করা হলোঃ
- মোবাইল দিয়ে কাজ করা যায়।
- খুব ছোট কাজ তাই নতুনদের জন্য সহজ।
- পেমেন্ট পদ্ধতি সহজ-বিকাশ নগদে টাকা তোলা যায়।
- কিন্তু অনেক সময় কাজ থাকে না " no task availabble " দেখায়।
- সব কাজের ভেরিফিকেশন সময় নেই কখনো 24 ঘন্টারও বেশি।
- ভুল সাবমিশন করলে পেমেন্ট বাতিল হয়ে যায়।
দিনে ৫০০ টাকা ইনকাম করুন আর্ন বিডি (EarnBD) দিয়ে
আর্ন বিডি একটি বাংলাদেশি বিশ্বস্ত অনলাইন ইনকাম অ্যাপ যেটি সহজেই মোবাইলের
মাধ্যমে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করার সুযোগ করে দেয়। যারা অনলাইনে আয়
শুরু করতে চান বিশেষ করে ছাত্র বেকার কিংবা গৃহিণী তাদের জন্য এটি হতে পারে একটি
বিশ্বস্ত শুরুর মাধ্যম। আপনি বিজ্ঞাপন দেখে, অ্যাপ ডাউনলোড করে অথবা
রেফার করার মত ছোট ছোট টাস্ক কমপ্লিট করে আয় করতে পারবেন।
নিম্নে কিভাবে
আনবিটি দিয়ে কাজ করবেন, এই সুযোগ সুবিধা ও অসুবিধা গুলো উল্লেখ করা হলো।
যেভাবে আর্ন বিডি কাজ করে-
- ডাউনলোড রেজিস্ট্রেশন - গুগল প্লে স্টোর থেকে আর্ন বিডি অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন
-
প্রোফাইল কমপ্লিট করুনঃ বয়স, পছন্দ , ইত্যাদি দিয়ে আপনার
প্রোফাইল সেটআপ করুন
-
টাস্ক বেছে নিন প্রতিদিন নতুন নতুন ট্রাস্ট দেওয়া হয় সেগুলো ধীরে সুস্থ
কমপ্লিট করুন । যেমন-অ্যাপ ইন্সটলের রিভিউ, ফেসবুক বার youtube এ লাইক ,
ইউটিউবে ভিজিট ইত্যাদি।
-
প্রমাণ দিনও আয় করুন ঃ টাস্ক শেষ করার পর স্ক্রিনশট বা প্রয়োজন
ইনপুট সাবমিট করলে ভেরিফিকেশন করার পর আই আপনার একাউন্টে যোগ হবে।
- নির্ধারিত পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
আর্ন বিডি এর সুবিধাসমূহঃ
- বাংলাদেশী ইউজারদের জন্য উপযোগী।
- মোবাইল দিয়ে সহজে কাজ করা যায়।
- রেফার করে বাট ইনকাম করা যায়।
- পেমেন্ট দ্রুত হয় এবং বিকাশ বা নগদে সরাসরি পাঠানো হয়।
আর্ন বিডি এর অসুবিধা সমূহঃ
- অনেক সময় কাজ কম পাওয়া যায় এবং নির্দিষ্ট সময়ে কাজ আসে।
- টাস্ক ভেরিফিকেশন তৎক্ষণিক হয় না।
-
কিছু অ্যাপ এ স্ক্যাম ধরনের অফার থাকলে বুঝে সাবধান থাকতে হয়।
- আয় একদম সীমিত পরিমানে হয়ে থাকে।
- রেফার ছাড়া আয় তুলনামূলক কম হতে পারে।
দিনে ৫০০ টাকা ইনকাম করুন জবি অ্যাপ (Jobby App) দিয়ে
জবি একটি বাংলাদেশ ভিত্তিক অনলাইন প্লাটফর্ম, যেন একটি ছোট ছোট কাজ করে আয়
করতে পারবেন দিনে 300 থেকে 500 টাকা পর্যন্ত এটি গ্লোবাল GTP সিস্টেমের মতো
কাজ করে। খুবই অল্প পরিশ্রমের মাধ্যমে এবং দৈনন্দন খরচের জন্য কিছু অতিরিক্ত আয়
করতে পারবেন। এটি খুব একটি বড় প্ল্যাটফর্ম নয় তবে ছাত্র ও নতুন ইউজারদের জন্য
অনেক ভালো একটি সুযোগ ।
আরও পড়ুন ঃ বর্তমানে টেলিগ্রাম থেকে আয় করার টেকনিক
প্রথমত গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং নিজস্ব জিমেইল বা
মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর কিছু নির্দিষ্ট পরিমাণের টাচ
ওরা নিজেরাই অ্যাপ থেকে দিয়ে দিবে। ক্লাসগুলো হতে পারে কোন কিছু রেজিস্ট্রেশন
করা অথবা কোন ইন্সটল করা। এছাড়া থাকে ফেসবুক অথবা ইউটিউবে লাইক বা কমেন্ট
করা।
এই সকল কাজ সম্পন্ন করে স্ক্রিনশট জমা দিয়ে কনফার্ম করতে হবে অতঃপর
একাউন্টে ১০০- ৫০০ ইনকাম হতে পারে।এই অ্যাপে সবচেয়ে বড় সুবিধা একটি
বাংলাদেশী ও লোকাল প্ল্যাটফর্ম। এর কাজগুলো একেবারেই সহজ। রেফার প্রোগ্রাম এর
মাধ্যমে বাড়তিও ইনকাম করা যায় ।আবার পেমেন্ট সিস্টেম সহজ।
এই অ্যাপের কিছু অসুবিধা রয়েছে যেমন অনেক সময় কাজের পরিমাণ অনেক কম থাকে ফলে
ইনকামও কম হতে পারে।টাস্ট এপ্রুভ হতে দেরি হয় এবং সঠিকভাবে না করলে তা
বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছুটা টাস্ক ফেক ব্যাস হতে
পারে, জেনে বুঝে যাচাই করে প্রতিটি কাজ গ্রহণ করতে হবে।
গুগোল অপিনিয়ন রিওয়ার্ডস (Google opinion rewards) দিয়ে ইনকাম
এটি হলো google এর অফিসিয়াল একটি কি ওয়ার্ড অ্যাপ। যেখানে ছোট ছোট প্রশ্নের
উত্তর দিয়ে অর্থ উপার্জন করা যায়। এটি মূলত ব্যবহারকারীর মতামত সংগ্রহের
মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অথবা বিভিন্ন ব্র্যান্ডের মার্কেট রিসার্চের
সহায়তা করে থাকে। এর থেকে পাঁচটি প্রশ্ন থাকে যা উত্তর করে কয়েক সেকেন্ডেই আপনি
ইনকাম করতে পারবেন। কিভাবে এটি শুরু করবেন নিচে বর্ণনা করা হলোঃ
প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সাইন ইন করতে হবে।
অতঃপর আপনার বয়স , অবস্থান , পছন্দ-অপছন্দ , পেশা সংক্রান্ত ইনফরমেশন দিয়ে
প্রোফাইল তৈরি করতে হবে। এরপর গুগোল কিছু পরিমাণের সার্ভে পাঠাবে প্রতিটি সার্ভে
জন্য গুগল পেপাল ক্রেডিট দিবে।
নিয়ম নীতিমালাঃ
- প্রতিটি সার্ভের জন্য পেমেন্ট দেয়া হবে।
-
গুগল শুধুমাত্র নির্ভরযোগ্য উত্তর গ্রহণ করবে। সে ক্ষেত্রে দ্রুত উত্তর না
দিয়ে ধীরে সঠিক ও বাস্তবমুখী উত্তর দিলে সহজে টাস্ক কমপ্লিট করতে পারবেন।
- ভুল তথ্য দিলে বা সন্দেহজনক ব্যবহার করলে google আপনার একাউন্টে ব্যান করে দিবে।
গেম খেল ইনকাম করুন এম পি (MPL) এল দিয়ে
বর্তমানে যেটা গেম খেলার পাশাপাশি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাদের
জন্য এম পি এল -মোবাইল প্রিমিয়ার লিগ একটি দারুন সুযোগ হতে পারে। এই
অ্যাপটি হলো পুরো বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত একটি গেমিং প্ল্যাটফর্ম। যেখানে আপনি
বিভিন্ন ধরনের স্কেল ভিত্তিক সহযো জটিল উভয় প্রকৃতির গেম খেলতে পারেন এবং
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইনকাম করতে পারেন ।
জেনে নিন কিভাবে এম পি এল কাজ করে থাকেঃ
- এইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে apk ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হবে । এটি সরাসরি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না । এরপর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
-
এমবিএ পাবেন পঞ্চাশেরও বেশি পরিমাণে গেম। যেমন থাকতে পারে ক্রিকেট, লুডো
, চেস ,ফ্রূট চপ , পোকার, রানার ইত্যাদি রকমের গেম
।
-
বেশিরভাগ টুর্নামেন্টে অংশ নিতে এন্ট্রি ফি দিতে হয়, তবে বিনামূল্যেও গেম
রয়েছে এই ওয়েবসাইটে।
- প্রতিযোগিতায় জিতলে আপনার টাকা এমপিএল ওয়ালেট এ জমা হবে।
এমপিএলে কিছু নির্দিষ্ট শর্তাবলী আছে যেমনঃ
- বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে ।
- একাধিক অ্যাকাউন্ট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ।
- প্রতিটি ঘেমে নিজস্ব রেংকিং ও স্কোরিং অপশন থাকে ।
- ইনভেস্ট করলে হারার সম্ভাবনা থাকতে পারে ।
- এই গেমে আসক্তির সম্ভাবনা থাকতে পারে ও অর্থ ঝুকিয় হতে পারে।
Mpl অ্যাপ হল স্কিল ও গেমিং ভালোবাসেন এমন ব্যাক্তিদের জন্য একটি চমৎকার
প্লাটফর্ম যেটির মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন এবং তা থেকে ইনকাম করার রাস্তা
বের হয়ে আসতে পারে। যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধা আছে। অর্থাৎ
ক্ষয়ক্ষতি সম্ভাবনা থাকতে পারে সেজন্য যথেষ্ট সতর্কতার সাথে এটি ব্যবহার করতে
হবে।
দিনে ৫০০ টাকা ইনকাম করুন টফি অ্যাপ (Toffee App) দিয়ে
টফি বাংলাদেশি ভিডিও স্ট্রিমিং ও কনটেন্ট শেয়ারিং অ্যাপ যা বাংলালিংক দ্বারা
পরিচালিত। এভাবে আপনি ভিডিও কনটেন্ট তৈরি করে ও আপলোড করে আয় করতে পারবেন।
ইউটিউব , ফেসবুক ওয়াচ এর মত ট্রফিতেও কন্টেন্ট মনিটাইজেশনের সুযোগ আছে এবং
সবচেয়ে বড় কথা হলো এটি বাংলাদেশী বাংলাদেশের জন্য একটি প্ল্যাটফর্ম।
বর্তমানে প্লাটফর্ম নয় বরং অনেক তরুণ কনটেন্ট ক্রিয়েটরের জন্য একটি ইনকাম সোর্স
হয়ে উঠেছে। কিভাবে আপনি টফি থেকে ইনকাম করবেন এটি একটি দিক নির্দেশনা নিম্ন
দেওয়া হলোঃ
-
অ্যাপ ডাউনলোড করতে ও অ্যাকাউন্ট তৈরি করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন
করতে হবে।
-
আপনার মোবাইল দিয়ে নিজে তৈরি করা ভিডিও- খেলা , ভূগোল , রান্নার ভিডিও
ইত্যাদি রেকর্ড করে ট্রফিতে আপলোড করে দিতে হবে।
-
টফিতে আপলোড করুন সঠিক টাইটেল , হ্যাশট্যাগ , ক্যাটাগরি সহ।
-
নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার , ভিউ ও কন্টেন্ট আপলোড হলেই টফি
কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন । যোগ্য হলে আপনাকে
পার্টনার হিসেবে গ্রহণ করা হবে ।
-
আপনার ভিডিওতে যত ভিউ, লাইক , কমেন্ট , এনগেজমেন্ট হবে তত বেশি আয়
করতে পারবেন।
-
ইনকাম সরাসরি ব্যাংক একাউন্ট বা মোবাইল ওয়ালেটে জমা হবে অতঃপর উত্তোলন করতে
পারবেন।
টফি কনটেন্ট ক্রিয়েশন এর কিছু নিয়ম শর্তাবলী নিম্নে দেয়া হলোঃ
- ভিডিও অবশ্যই নিজস্ব ও কপিরাইট মুক্ত হতে হবে।
-
কনটেটে অশ্লীলতা , সহিংসতা , ও হিংসাত্মক ভাষা ব্যবহার করা
যাবে না।
- নিয়মিত দিতে হবে।
- মিথ্যা ভিউ দিলে চ্যানেল বন্ধ হয়ে যাবে।
এই অ্যাপের অসুবিধা সমূহঃ
- নতুনদের জন্য মনিটাইজেশন শুরু করতে সময় লাগে।
- একটানা কন্টেন্ট না দিলে আর বন্ধ হয়ে যেতে পারে।
- কপিরাইট সমস্যা হলে চ্যানেল ব্যান্ড হতে পারে।
-
প্রচুর প্রতিযোগিতা থাকায় ভালো কনটেন্ট তৈরি না করতে পারলে আয় করা কঠিন
হয়ে যায়।
- রেগুলার অডিয়েন্স তৈরি করতে ধৈর্য লাগে।
দিনে ৫০০ টাকা আয়ের সেরা মাধ্যম সোয়াগবাক্স অ্যাপ (Swagbucks Apps)
আজকের দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 অনুযায়ী ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ
ব্যবহার করে আয় করার অনেক সহজ উপায় তৈরি হয়েছে। এর মধ্যে
সোয়াগবাক্স অ্যাপ একটি জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাধ্যম ।
যেখানে আপনি ছোট ছোট কাজ করে পয়েন্ট অর্জন করতে পারবেন এবং পরে তার নগদ অর্থ বা
গিফট কার্ডে রূপান্তরিত করতে পারবেন। একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাপ হলেও সারা
বিশ্বে ভিপিএন ব্যবহার করে ইনকাম করা যায়।
আরও পড়ুন ঃ নগদ/বিকাশে কিভাবে পেমেন্ট করবেন ।
সোয়াগবাক্স কিভাবে কাজ করে এবং এই কাজ করে ইনকাম করতে হলে আপনাকে যে
সকল টাস্ক কমপ্লিট করতে হবে তারিখে নির্দেশনা নিচে দেওয়া হলঃ
- সার্ভে ফর্ম পূরণ করতে হবে। প্রতিদিন নতুন সার্ভে দাওয়া হয় ।
- নির্দিষ্ট ভিডিও বা বিজ্ঞাপন দেখে পয়েন্ট আয় করা
- সোয়াগবাক্স এর লিঙ্ক ব্যাবহার করে পছন্দের শপ থেকে কেনাকাটা করলে ক্যাশ ব্যাক পাওয়া যাই।
- সোয়াগবাক্স এর সার্চ ইঞ্জিন ব্যাবহার করলে SB পয়েন্ট পাওয়া যাই।
- রেফারেন্সে ক্লিক করলে পয়েন্ট পাওয়া যায় ।
Swagbucks এর নিয়ম ও কিছু শর্তাবলি নিম্নে দাওয়া হল ঃ
- একাধিক ফেক একাউন্ট খুললে ব্লক হয়ে যাবে
- প্রতিটা কাজ দিয়ে দাওয়া সঠিক নিয়মে করতে হবে ।
- পেয়েমেনট নাওয়ার আগে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে হবে ।
দিনে ৫০০ টাকা ইনকামের জন্য দারাজ আফিলিয়েট (Daraz Affiliate)
দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল এমন একটি অনলাইন ইনকাম ব্যাবস্থা যেখানে
আপনি দারাজ এর পূর্ণ শেয়ার করে অথবা বিক্রি করে কমিশন ইনকাম করতে পারবেন।
এটি মূলত ডিজিটাল মার্কেটিংয়ে একটি অংশ। এখানে কোন প্রোডাক্ট নিজের না হয়েও
শুধু অনলাইনে প্রমোশন করে আয় করা সম্ভব।
এই অ্যাপ থেকে ইনকামের ধাপগুলো নিম্নে বর্ণনা করা হলো ঃ
- এখন প্রথমে দারাজ এ একাউন্ট খুলতে হবে। এর অ্যাকাউন্ট খোলার জন্য দারাজের ওয়েবসাইটে যেতে হবে এরপর নাম ইমেইল মোবাইল নম্বর এই সকল জিনিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মূলত বা ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট এপ্রুভ হয়ে যাবে।
- দ্বারা যে কোন পণ্যের লিংক কপি করে অ্যাফিলিয়েট প্যানেলে পেস্ট করুন। এরপর একটি ট্রাকিং লিংক জেনারেট হবে যেটা আপনি শেয়ার করবেন।
- whatsapp, facebook, messenger ,ইউটিউব ডিসক্রিপশন ,অথবা ব্লগ লিঙ্ককে শেয়ার করুন। কেউ সেই লিংকে ক্লিক করে যদি পণ্য ক্রয় করে আপনি পাবেন কমিশন।
- প্রতিটি পনের ক্যাটাগরি অনুযায়ী 4 পার্সেন্ট থেকে ১২ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাওয়া যায়। মাসিক আয় দারাজ ওয়ালেটে জমা হয় যেখান থেকে ব্যাংক ট্রান্সফার করে নগদ বা বিকাশ এর মাধ্যমে ক্যাসেট আউট করা যায়।
দারাজ এফিলিয়েট এর নিয়ম ও স্বার্থ বলি ঃ
- একাধিক ফেক অ্যাকাউন্ট চালালে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
- অবশেষে নিজস্ব সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ,বা ইউটিউব চ্যানেল থাকতে হবে।
- পণ্য কিনে ডেলিভারি নিশ্চিত করতে হবে তবে কমিশন কনফার্ম হবে।
- নির্দিষ্ট মিনিমাম কমিশন ৫ ডলার বা বেশি না হলে পেমেন্ট হবে না।
দারাজ অ্যাফিলিয়েটের অসুবিধা সমূহ ঃ
- বিকাশ বানাবো ওদের সরাসরি পেমেন্ট দেওয়া যায় না শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে পেমেন্ট তোলা যায়।
- লিংক এ ক্লিক করে যদি কেউ না কেনে আপনি আয় পাবেন না।
- কমিশন পাওয়ার জন্য কখনো কখনো সাথে কোনদিন অপেক্ষা করতে হয়।
- সেলফ ক্লিক বাবুয়া ট্রাফিক ব্যবহার করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
রেজিস্ট্রেশন বোনাস দেয় যে সকল অ্যাপ ২০২৪
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 এমন অনেক অ্যাপ আছে যেগুলো শুধু মাত্র
রেজিস্ট্রেশন করে আয় করা যায়।বিশেষ করে কথাও থেকে রেফার পাওয়া কোড ব্যাবহার করে
এই বনাস সংগ্রহ করা যায় । নিম্নে এমন কিছু অ্যাপ এর তালিকা দিচ্ছি নতুন সকল
ইউজার দের জন্নঃ
- Cwork
- Earnbd
- Jobby
- Daraz Affiliate
- Toffee
- Messo
- Google Opinion Rewards
- Swagbucks
- Field Agent
- Inbox dollar
ছাত্রদের জন্য ইনকামের সেরা অ্যাপস ২০২৪
বর্তমান প্রযুক্তির যুগে শুধুমাত্র পড়াশোনা এর ওপর নির্ভর না করে অনেক
ছাত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি ইনকাম করার চেষ্টা করছেন। বিশেষ করে মোবাইল বা
ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে আয়ের সুযোগ এখন হাতের মুঠোয়।
তবে যে সকল অ্যাপ
ব্যবহার করে ছাত্রছাত্রীরা অনলাইন থেকে ইনকাম করছে তার মধ্যে কিছু সীমাবদ্ধতা
রয়েছে। নিম্নে উপযুক্ত অ্যাপ গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো
- Jobby app
- Telegram app
- Swasbuck app
- Daraz affiliate
- Messo app
- Toffee creator
- 10 minute school
কেন এগুলো ছাত্রদের জন্য উপযোগী তা নিম্নে বিশ্লেষণ করা হলো
- কম সময় দিয়ে আয় করা যায় ।
- ইনভেস্ট ছাড়া শুরু করা সম্ভব ।
- মোবাইল থেকে সবকিছু করা যায় ।
- নতুন স্কিল শেখানোর সুযোগ হয় ।
- পড়াশোনা ক্ষতি না করে সাড ইনকাম করা যায়।
এই সকল অ্যাপের জন্য কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। যেমন স্ক্যাম
অ্যাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তিগত কোনো রকমের তথ্য
যেমন nid নাম্বার বা কোন ওটিপি প্রদান করা যাবে না। অথবা যেকোনো ধরনের
ভিপিএন ব্যবহার করলে দেখে শুনে করতে হবে।
ফ্রি টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৪
বর্তমানে এমন অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে থেকে ছোট ছোট টাস্ক করে
প্রতিদিন 500 টাকা অথবা এর ও বেশি আয় করা সম্ভব। তবে কিছু কিছু ওয়েবসাইট
চালানোর পেছনে অভিজ্ঞতা প্রয়োজন হয়। আপনার যদি যথাযথ অভিজ্ঞতা থাকে তবে
নিম্ন তো অ্যাপ গুলো হতে পারে আপনার প্রত্যেকদিন আয় করার অনেক
গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। নিম্নে কিছু জনপ্রিয় ওয়েবসাইটের তালিকা দিচ্ছি
যেটি আপনাদের কাজ খুঁজে পেতে সাহায্য করবে ঃ
- Fiverr-আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কোন কাজ যেমন ভিডিও এডিটিং, টেমপ্লেট তৈরি, লেখালেখির কাজ জেনে থাকেন তাহলে এই ওয়েবসাইটি হতে পারে আপনার ইনকামের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
- Inbox dollar-এখানে সার্ভে পূরণ করা ,ছোট ছোট কাজ টাস্ক কমপ্লিট করে দেওয়ার মাধ্যমে ইনকাম করা যায়।
- Swagbucks-এটি ইনবক্স ডলারের মধ্যে কাজ করে থাকে।
- Micro warkers-প্রত্যেকদিনের ছোট কাজ করার জন্য খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট।
- Appen-বিভিন্ন ধরনের ভাষা এবং টেকনিক্যাল কাজ সম্পন্ন করার জন্য টাস্ক এই ওয়েবসাইটে পাওয়া যায়।
- Jobby-এইখানে কিছু পরিমাণ ছোট কাজ সম্পন্ন করতে পারে তবে নির্ধারিত থাকে ব্যক্তির বর্গের জন্য।
- Earnbd-ছোট ছোট ফর্ম পূরণের মাধ্যমে কাজ শেষ করতে হয়।
- Earn honey -ভিডিও দেখে বা গেম খেলে কাজ শেষ করে আয় করা যায়।
বিকাশ/নগদে টাকা তোলে এমন বিশ্বস্ত apps
প্রতারণার এই সময় অনেক ধরনের অ্যাপ দেখা যায় যেগুলোর মাধ্যমে আয় করার যায়
কিন্তু আসলে সেগুলো এক ধরনের ফাঁদে সৃষ্টি হয়। সঠিকভাবে বিকাশ নগদে পেমেন্ট
না করলে সেগুলোকে বিশেষজ্ঞ অ্যাপ হিসেবে গ্রহণ করা হয় না। বিশ্বাসযোগ্য
অ্যাপের তালিকা নিম্নে দেওয়া হলো
- BD task app
- Muthopay task
- Ad click BD
- App karma
- Toffee
- Daraz affiliate
- 10 minute school
- Earnbd
- Jobby
- Cash quiz
সব অ্যাপে বিকাশ বা নগদ পেতে হলে প্রোফাইল ভেরিফিকেশন দরকার হতে পারে। আপনি
যদি কাজ করে টাকা তুলতে চান তাহলে অন্তত ৫০ থেকে ১০০ টাকা মিনিমাম
ব্যালেন্স লাগবে। ভাল কাজ করলে প্রায় সব অ্যাপে রেফারেল ইনকাম বেশি আয়
হয়।
অবশ্য সতর্ক থাকতে হবে যেসব অ্যাপ ইনকাম এর আগে টাকা চাই বা ইনভেস্ট করতে চাই
সেগুলো থেকে দূরে থাকুন। বিকাশ বা নভোথে টাকা তোলার নাম করে ওটিপি বা এনআইডি
চাইলে সেটি প্রতারণা হতে পারে সে ক্ষেত্রে সেই একটি বর্জন করুন। সর্বদা যে
কোন অ্যাপের রিভিউ ফেসবুক গ্রুপের ফিডব্যাক ও ইউজারের পেমেন্ট মেথড জেনে বুঝে
কাজ করুন।
যারা বিকাশ বা নগদ ইনকাম করে টাকা তুলতে চান তাদের জন্য উপরের অ্যাপ গুলো
সবচেয়ে ভালো এবং বাংলাদেশে বাস্তবে কাজ করে এবং বিশ্বস্ত। আপনি যদি নিয়মিত
কাজ করতে পারেন তাহলে মাসে ৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
রোজগারের পাশাপাশি সময় বাঁচায় যে সকল অ্যাপস
নিচে আমি ২০১৪ সালের জন এমন কিছু ইফেক্টিভ ইনকামের অ্যাপ এর তালিকা দেখছি
যেগুলো-
- দিনে ১৫ থেকে ৩০ মিনিট সময় দিলে আয় সম্ভব
- দিনে একটানা বসে কাজ করা দরকার নেই
- মোবাইলে সহজেই ব্যবহারযোগ্য
- ছাত্র-ছাত্রী গৃহিনী বা অফিসে কর্মরত সবাই এই কাজ ব্যবহার করতে পারবেন।
অ্যাপগুলো নিমাদ দেওয়া হলোঃ
- Chegg
- Cash Karo
- Task bucks
- Groww
- Adobe stock
- Upstox
- Tipsweb3.com
এই অ্যাপগুলোতে কাজ করার জন্য সবসময় । লাইভ টাইমে না থাকলেও কাজের ফলে আয়
আসে। আবার কপি পেস্ট বা বেশি স্কেলে কাজ করা সম্ভব হয়। একবার কাজল করলে
অনেক সময় পর্যন্ত ইনকাম চলতে পারে।
ফেক অ্যাপ থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 এসে বর্তমানে অনলাইন ইনকাম জনপ্রিয় হওয়ার
সাথে বেড়েছে ভুয়া ইনকামের সাইট সংখ্যা। এসব ব্যবহার করে সময় নষ্ট তো হবেই
সাথে অনেক সময় টাকা ও ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকে।
তাই অনলাইন ইনকাম করতে
চাইলে অবশ্যই জানতে হবে কিভাবে একটি অ্যাপ পেয়ে কিনা তা বুঝবেন কিভাবে এবং
নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন।
- অবশ্যই গুগল প্লে স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না। ফেক অ্যাপ গুলো সাধারণত অচেনা লিংক বা facebook পোস্ট থেকে শেয়ার করা হয়।
- অ্যাপের রিভিউ ও রেটিং চেক করুন। অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই ব্যবহার করে রিভিউ স্টার মার্ক দেখে নিন। ৩.৫ এর নিচে রেটিং হলে সাবধান হন।
- ইনভেস্ট চাও মানে স্ক্যাম হতে পারে। যেসব অ্যাপ শুরুতেই টাকা ইনভেস্ট করুন তারপর আয় পাবেন এগুলো বেশি ভাগ ফেক হয়ে থাকে।
- ব্যক্তিগত তথ্য দিয়ে একাউন্ট খোলা লাগেনা -এটি স্বাভাবিক। কিন্তু যদি অপ্রয়োজনীয় ভাবে ওটিপি, ব্যাংক একাউন্ট ,বা এনআইডি চায় তাহলে সেটি ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
- পেমেন্ট প্রুফ যাচাই করুন। একটি অ্যাপ রিয়েল কিনা তার জানার জন্য ফেসবুক গ্রুপ ,ইউটিউবে ভিডিও থেকে পেমেন্ট প্রুফ যাচাই করুন। ভুয়া অ্যাপ এর ক্ষেত্রে স্বাধীনতা কেউ পেমেন্ট প্রুফ দিতে পারেনা।
- অ্যাপটি হুট করে বন্ধ হয়ে যাচ্ছে কিনা দেখুন।। অনেক ক্যাম অ্যাপ 1 থেকে 2 মাস চালিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়। যদি অ্যাপ এ নীতিমালা পরিষ্কার না থাকে এবং নিয়মিত আপডেট না দিয়ে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে সাবধান হয়ে যান।
- অবশ্যই নিজের গোপনীয়তা রক্ষা করুন। কোন অ্যাপ আপনার ফোনের ফাইল, ক্যামেরা, মাইক্রোফোন, ইত্যাদির এক্সারস চাইলে ভেবে দেখুন সেটি দরকার আছে কিনা ।সাধারণত ইনকাম অ্যাপ এই সব অনুমতি প্রয়োজন হয় না।
ফেক অ্যাপের বৈশিষ্ট্য
- শুরুতে ইনভেস্ট চাই ।
- রেফেরাল ছাড়া কোন ইনকাম হয় না ।
- সাপোর্ট নেই বা রেসপন্স দেয় না ।
- অ্যাপ ইউ আই খুব দুর্বল ।
- গুগল প্লে তে থাকে না শুধু এপিকে ফাইল পাওয়া যায়।
শেষ কথা ঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলে আপনি ঘরে বসে দিনে ৫০০ টাকা বা
তার বেশি ইনকাম করতে পারবেন। তা হোক ছাত্র, গৃহিণী, বা ফ্রিল্যান্সার। তবে এর
জন্য দরকার সঠিক অ্যাপ নির্বাচন, ধৈর্য ,ও নিয়মিত কাজের মানসিকতা। তবে সব
সময় মনে রাখবেন, ফেক অ্যাপ থেকে সতর্ক থাকুন এবং যে কোন ইনকাম প্লাটফর্মে
কাজ শুরুর আগে ভালোভাবে যাচাই করুন।
আপনি যদি নিয়মিত ভাবে এক থেকে দুই ঘন্টা সময় দেন, তাহলে দিনে ৫০০ টাকা আয়
একেবারেই সম্ভব-শুধু সঠিক পথেই হাঁটতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url